9 টি সেরা Personal Assistance Apps এন্ড্রয়েডের জন্য!
Personal Assistance এর নামটা শুনলে আমাদের মনে হয় শুধু Apple এর ই আছে Siri! কিন্তু মাইক্রোসফট ও বের করেছিল Windows Os এর জন্য Microsoft Cortana! কিন্তু কয়েকদিন পর এন্ড্রয়েডের জন্য রিলিজ হল! কিন্তু কি কর্টানাই এন্ড্রয়েডের Personal Assistance?
না ভাই আরো এপস আছে :p মনে হয় আপনার জানা নেই। তাই আজকের এই রিভিউ আপনার জন্য!
1. AIVC (Alice)
সুন্দর ইউজার ইন্টারফেসে তৈরি এই পার্সোনাল ভার্চুয়াল সহকারী :p যেকোন এপস থেকে শুরু করে আবহাওয়া,ক্যালেন্ডার,সময়, এমনকি গণিত সমস্যা সমাধান করা যায়। এছাড়াও আপনি পরিসংখ্যান, স্টক, এবং আরো সম্পর্কে ধারণা করতে পারেন!
2. Cortana
এটি বের হয়েছিল Windows os ফোন এর কিন্তু কিছু দিন পর এটি এন্ড্রয়েডের জন্য ও রিলিজ হয়েছে! অবশ্যই এটার ব্যাপারে বলার কিছু নাই! অনেক Avic এর মতই!
3. Cyman Mark 2
এটিও একটি পার্সোনাল Assistance এপস! এটি গুগল প্লে স্টোরে ফ্রি এবং পেইড হিসাবে পাওয়া যাচ্ছে। নিচে আমি পেইড ভার্সনের ডাউনলোড লিঙ্ক দিলাম! এটির সাহায্য আপনি ল্যাংগুয়েজ ট্রান্সলেটিং, টাস্ক ইত্যাদি করতে পারবেন!
4. Dragon Mobile Assistant
ড্রাগন মোবাইল Assistance ও Personal Assistance এটি গুগল প্লে স্টোরে ফ্রি! আপনি Wake -up ওয়ার্ড এর মাধ্যমে আপনার দরকারি শব্দ তৈরি করতে পারবেন! যা আপনার ক্রিয়েট করা শব্দের মাধম্য বলে ওপেন করতে পারবেন!
DOWNLOAD Dragon Mobile Assistance APK
5. Google Allo
সবেমাত্র কয়েকদিন গুগল রিলিজ করলো তাদের পার্সোনাল Assistance এপস Allo! অনেক ফিচার রয়েছে Allo তে! অনেক হিট ও পেয়েছে!
6. Hound
পার্সোনাল Assistance এর মধ্য এটিও জনপ্রিয় বাট এটি শুধু US এর জন্য সীমাবদ্ধতা। কিন্তু ডেভেলপার রা এটিকে Worldwide এবং পাবলিক করেছে!
7. Indigo Virtual Assistant
এটি অনেক জনপ্রিয় Virtual Assistance! যা অনেক জনপ্রিয়! ইন্সটল করলেই বুঝতে পারবেন! সহজেই SMS, Email, Phone সেন্ডিং করতে পারবেন!
DOWNLOAD Indigo Virtual Assistance APK
8. Jarvis
এটি আসলে Widget এর মাধ্যমে সেবা দিয়ে থাকে!
9. Robin
পুরা সিরি এর মত Assistance! দেখে অবশ্যই অবাক হবে! এটি আপনার কমান্ড অনুসারে কাজ করবে!