বর্তমানে এন্ড্রয়েড মানেই রুট।রুট করবে নাই বা কেন।জাস্ট একটা ক্লিক এর মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড কে আপনার ইচ্ছে মত সাজাতে পারবেন।এই সুযোগ মিস করলে চলে?অনেকে কিংরুট,ফ্রামারুট দিয়েও রুট করলে কম্পিউটার এর মাধ্যমে রুট করাটা সবচেয়ে নিরাপদ।কারণ কিংরুট মাঝেমধ্যে ৬০% রুট করে দেখাই ফুল রুট জয়ে গিয়েছে।এই কারণে আপনার মোবাইল এর অনেক ক্ষতি হবে।আজ বলব কম্পিউটার এর মাধ্যমে রুট করার পদ্ধতি।
১) আপনার কম্পিউটার এ কিঙ্গো এন্ড্রয়েড রুট ইন্সটল করুন।(ডাউনলোড লিঙ্ক ঃ এখানে ক্লিক করুন )
২) আপনার মোবাইল এর ইউএসবি ডিবাগিং অন করুন।
৩) কিঙ্গো এন্ড্রয়েড রুট এ্যাপ্টি আপনার কম্পিউটার এ চালান ।তারপর আপনার মোবাইল ইউএসবি ক্যাবল এর মাধ্যমে আপনার কম্পিউটার এ লাগান।
আপনার স্ক্রীন এ কিছুক্ষণ পর দেখাবে,”Allow USB debugging?”। “Always allow from this computer,” এই লেখাই ক্লিক করুন।তারপর ওকে মারেন।
৪)তারপর রুট এ ক্লিক করুন এবং বসে থাকুন।২ মিনিট মত লাগবে রুট হতে।তারপর আপনার মোবাইল রুট হয়ে যাবে।
৫)আনরুট করতে চাইলে কিঙ্গো এ্যাপ্লিকেশন টী আবার অন করুন।তারপর আপনার মোবাইল লাগান এবং রিমুভ রুট এ ক্লিক করুন।আনরুট হয়ে যাবে ।
ধন্যবাদ !